সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
জাতীয়

ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

বিদায় নয়, তাঁর আদর্শ বহন করতেই আমরা এখানে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ওসমান হাদি কোনো ব্যক্তিমানুষ হিসেবে বিদায় নিচ্ছেন না; তাঁর আদর্শ ও চিন্তা বাংলাদেশের মানুষের বুকের ভেতর চিরদিন জাগ্রত থাকবে।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তাঁরা বিদায় জানাতে নয়, বরং হাদির রেখে যাওয়া বার্তা ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই সেখানে উপস্থিত হয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের মানুষ ওসমান হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার প্রশংসা করেছে। এই দৃষ্টিভঙ্গি যেন সমাজ ও রাজনীতিতে দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদি দেশের মানুষকে এমন একটি বার্তা দিয়ে গেছেন, যা জাতির জীবনে স্থায়ীভাবে যুক্ত থাকবে। তাঁর কণ্ঠে উচ্চারিত ‘চির উন্নত মম শির’—এই চেতনাই বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে চলার সাহস জোগাবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই আদর্শ বাস্তবে প্রয়োগ করা হবে।

নির্বাচন বিষয়ে ওসমান হাদির ভূমিকার কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে হাদি রাজনৈতিক শালীনতা, বিনয় ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা রাজনীতিতে অনুসরণযোগ্য শিক্ষা হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, হাদি কখনো হারিয়ে যাবেন না। যুগের পর যুগ তিনি মানুষের স্মৃতিতে ও চেতনাতে উপস্থিত থাকবেন। জাতির অগ্রযাত্রায় তাঁর আদর্শ বারবার স্মরণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তাঁরা প্রস্তুত রয়েছেন।

শনিবার বেলা দুইটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজায় প্রধান উপদেষ্টার পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাজা শুরুর আগে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

ওসমান হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয়। তাঁর মৃত্যুতে সরকার শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন