দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ সুদানের আবেই সীমান্ত এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্যের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পর সামরিক মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শোকাহত স্বজনরা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণকে ঘিরে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
গত ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানে ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (ইউএনআইএসএফএ) মিশনের একটি ক্যাম্পে আকস্মিক ও নৃশংস সন্ত্রাসী হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান। একই ঘটনায় আরও আটজন সেনাসদস্য গুরুতর আহত হন।
নিহত শান্তিরক্ষীরা হলেন— নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। দেশে পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতা শেষে শহীদদের মরদেহ নিজ নিজ জেলা ও গ্রামে দাফনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলায় আহত সেনাসদস্যরা বর্তমানে উন্নত চিকিৎসা গ্রহণ করছেন। আহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানসহ দেশের বিভিন্ন জেলার আরও সাতজন সেনা সদস্য।
এই মর্মান্তিক ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে এবং শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি শক্তিশালী ব্যাটালিয়ন দক্ষিণ সুদানে ইউএনআইএসএফএ মিশনের আওতায় বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
১৮৮ বার পড়া হয়েছে
