হাদি হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুমা কুড়িগ্রাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় শাপলা চত্বর মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে। বিক্ষোভকারীরা ‘লীগ ধর জেলে ভর’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান।
বক্তারা বলেন, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা কুড়িগ্রাম জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, জেলার ডিসি ও এসপি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছেন। ফ্যাসিবাদী অপশক্তি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক এবং জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৬৮ বার পড়া হয়েছে
