মাগুরায় প্রাক বড়দিন অনুষ্ঠান পালিত
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৩:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পুরস্কার বিতরণ, কেক কাটা ও ধর্মীয় সংগীতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা সদরের হাজরাপুর এলাকায় প্রাক বড়দিন উদযাপন করেছে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়।
বৃহস্পতিবার (আজ) সকাল থেকে হাজরাপুর ব্যাপ্টিস্ট চার্চে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকব মুর্মূ। এতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে প্রভু যিশুর গুণকীর্তনে মুখর হয়ে ওঠে চার্চের সুসজ্জিত মিলনায়তন। বিশেষ করে শিশুদের নাচ ও গানে অনুষ্ঠানে উৎসবের আবহ সৃষ্টি হয়।
ক্যাপশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং ব্যাপ্টিস্ট এইডের পরিচালনায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ প্রাক বড়দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে দুপুরে উপস্থিত সকলের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
উন্নয়ন প্রকল্পের সেন্টার ম্যানেজার অ্যালবেন সুজিত কোচ জানান, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে তিন শতাধিক গ্রামীণ প্রান্তিক শিশুকে শিক্ষা সহায়তা ও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, বড়দিন উপলক্ষে অনেক কর্মকর্তা নিজ নিজ এলাকায় ছুটিতে চলে যান। সে কারণেই প্রতি বছরের মতো এবারও প্রাক বড়দিন পালন করা হয়েছে।
৩৩৩ বার পড়া হয়েছে
