এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন'র দুই দিনব্যাপী মহাসমাবেশ শুরু শুক্রবার
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়া-এর উদ্যোগে শুরু হচ্ছে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ।
শুক্রবার (কাল) বাদ জুমা থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন চলবে।
মহাসমাবেশে সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম ফকির।
প্রথম দিনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও আল হাইয়াতুল উলামা লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দাঃ বাঃ)। এছাড়া আলোচনায় অংশ নেবেন হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য আলেমগণ।
দ্বিতীয় দিন শনিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ছারছীনা দরবার শরীফের গদীনশীন পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন। এদিন আরও বক্তব্য রাখবেন মুফতী ওসমান গণী সালেহীসহ খ্যাতনামা ইসলামি চিন্তাবিদরা।
মহাসমাবেশে বক্তারা নবী-রাসূলের আদর্শ অনুসরণ করে ইসলামী জীবনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চা ও সমাজকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানাবেন।
আয়োজক সূত্র জানায়, অন্যান্য বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।
৩৪৪ বার পড়া হয়েছে
