তালায় আম বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত আনসার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম বাগানের একটি গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে তার একটি ব্যাগ, লাঠি, গামছা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি স্থানীয়দের জানান।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তিনি মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং খুব সামান্য পারিশ্রমিক নিতেন। তবে তার গলায় দাগ থাকায় স্বাভাবিক মৃত্যু নয় বলে অনেকের ধারণা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
৩৩৩ বার পড়া হয়েছে
