জাতীয়
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ জোরদারে বিশেষ অভিযান চালিয়ে পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পল্লবী ও উত্তরা পশ্চিমে ডিএমপি'র বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ জোরদারে বিশেষ অভিযান চালিয়ে পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পল্লবী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও পরোয়ানাভুক্ত অপরাধী রয়েছে।
অন্যদিকে, একই দিন উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল, কেউ আবার বিভিন্ন মামলার পলাতক আসামি। অভিযানের মাধ্যমে অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া সকল আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
