সাহিত্য
স্বাধীন দেশের মুক্ত বাতাস,
এ কেমন স্বাধীনতা?
লাকি জাদু
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাধীন দেশের মুক্ত বাতাস,
অথচ অক্সিজেন বড়ই কম,
কষ্ট হয় নিতে নিশ্বাস
বুকে জমে অজানা ভ্রম।
পথে পথে ভয়ের ছায়া,
চোখে চোখে অনিশ্চয়তা
স্বপ্নগুলো শ্বাস রোধে,
প্রশ্ন জাগে—এ কেমন স্বাধীনতা?
পতাকা উড়ে আকাশ জুড়ে,
কণ্ঠে বন্দি সত্য কথা,
মুক্ত বলি নিজেকে
তবু হৃদয় ভরে চাপা ব্যথা।
ভয় নিয়েই চলে জীবন,
দিন গড়ায় বয়ে নীরবতা
এই কি তবে স্বাধীনতা—
প্রশ্ন থাকে - এ কেমন স্বাধীনতা?
৩৬৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
