মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ জানায়, রোববার (১৪ ডিসেম্বর) হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এতে আহত হয়ে কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের বিভিন্ন এলাকায় কাদামিশ্রিত পানির প্রবল স্রোতে গাড়ি ও আবর্জনার কনটেইনার ভেসে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে শহরের পুরনো অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক ঘণ্টার টানা ভারি বৃষ্টিতে ঐতিহাসিক পুরনো শহরের অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করা এবং দুর্গত বাসিন্দাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
২১৮ বার পড়া হয়েছে
