যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশের মতো কুড়িগ্রামেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালেক্টরেট চত্বরসহ সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি পৃথকভাবে বিজয় র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকেও র্যালি অনুষ্ঠিত হয়।
১৮০ বার পড়া হয়েছে
