বিজয় দিবসে আকাশে লাল-সবুজের গৌরব, ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যতিক্রমধর্মী এক প্রদর্শনীর মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।
একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে আকাশ থেকে অবতরণ করেন ৫৪ জন প্যারাট্রুপার, যা পতাকা বহন করে সর্বাধিক সংখ্যক প্যারাট্রুপারের প্যারাস্যুটিং প্রদর্শনীর রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে ‘টিম বাংলাদেশ’-এর সদস্যরা আকাশে লাল-সবুজের পতাকা উড়িয়ে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়, যা আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁও পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশপ্রেমের আবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
২৩৮ বার পড়া হয়েছে
