১৯৭১-এর বিজয় দিবস স্মরণে বিবৃতি দিল ভারতের সেনাবাহিনী
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের ঐতিহাসিক যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ভূমিকা ও বীরত্ব স্মরণ করেছে ভারতের সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে বক্তব্য দেয় বাহিনীটি। বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পোস্টে বলা হয়, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর নির্ণায়ক সাফল্যের প্রতীক। সে সময় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত বিজয়ে পৌঁছে দেয়।
ভারতীয় সেনাবাহিনী জানায়, এই যৌথ সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে এবং জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র—বাংলাদেশ। এটি ছিল এমন এক বিজয়, যা নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে একটি জনগোষ্ঠীর দীর্ঘ সংগ্রামের অবসান ঘটায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাত্র ১৩ দিনের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সামরিক দক্ষতা, সাহস ও দৃঢ়তার পরিচয় দেয়। এর ফলেই পাকিস্তানি সেনাবাহিনীর ৯৩ হাজার সদস্য আত্মসমর্পণে বাধ্য হয়, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে স্বীকৃত।
ভারতীয় সেনাবাহিনী তাদের পোস্টে ১৯৭১ সালের এই বিজয়কে ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হিসেবে আখ্যা দিয়ে সেই সময়ের আত্মত্যাগ ও বীরত্বকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
১৮৭ বার পড়া হয়েছে
