সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
সকালে শহরের বাজার স্টেশন চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শানতু। এ সময় সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আনসার ও ভিডিপি, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিরাজগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৯টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ দিবসের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ ছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
১৬১ বার পড়া হয়েছে
