বিজয় দিবসে মোদির পোস্টে অনুপস্থিত বাংলাদেশের নাম
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বার্তা প্রকাশ করলেও সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি মূলত ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাদের ভূমিকার কথাই তুলে ধরেন।
পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, বিজয় দিবসে ১৯৭১ সালে ঐতিহাসিক বিজয় অর্জনে যারা সাহস ও আত্মত্যাগ প্রদর্শন করেছিলেন, সেই বীর সৈনিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাদের অটল মনোবল ও নিঃস্বার্থ সেবাই দেশকে নিরাপদ রেখেছে এবং ইতিহাসে গৌরবময় অধ্যায় যুক্ত করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এই দিনটি বীর সেনাদের প্রতি গভীর সম্মান জানানোর উপলক্ষ এবং তাদের অসাধারণ মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে আলাদা একটি পোস্ট দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে বলা হয়, বিজয় দিবস কেবল একটি নির্দিষ্ট দিন নয়; এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক।
ভারতীয় সেনাবাহিনীর ওই পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সফলতার পথে নিয়ে যায়। এই সম্মিলিত বিজয়ের মধ্য দিয়েই দক্ষিণ এশিয়ার মানচিত্রে আসে বড় পরিবর্তন এবং জন্ম নেয় একটি নতুন স্বাধীন রাষ্ট্র—বাংলাদেশ।
১৮৮ বার পড়া হয়েছে
