সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে শরিফ ওসমান হাদি
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
রোববার উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ-কিডনি, হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় আছে।
সায়েদুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সাপোর্টের মাধ্যমে এসব অঙ্গের কার্যক্রম আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার আগেই বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হয়।
তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
২১৪ বার পড়া হয়েছে
