সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
জাতীয়

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি এক গভীর শোকাবহ ও মর্মান্তিক দিন।

বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে স্বাধীনতাবিরোধী শক্তির হাতে জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তান-দেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, শিল্পী ও পেশাজীবীদের।

এবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ১৬ মাস পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রার পথে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে রাষ্ট্র সংস্কার কার্যক্রমও উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। অনেকের মতে, এই সংস্কারই ছিল একাত্তরের বিজয়ের প্রাক্কালে শহীদ বুদ্ধিজীবীদের লালিত স্বপ্ন। সে কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছে সাধারণ মানুষ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস এবং শান্তি কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক বুদ্ধিজীবীকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

পরদিন সকালে ঢাকার রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর এলাকার ডোবা-নালায় পাওয়া যায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ। বুলেট ও বেয়নেটের আঘাতে নৃশংসভাবে হত্যা করা এসব মানুষ ছিলেন জাতির বিবেক ও মুক্তিসংগ্রামের প্রেরণাদাতা। এই হত্যাযজ্ঞের পেছনে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসনের ভূমিকা ছিল বলে ইতিহাসে স্বীকৃত।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করবে।

সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা জানাবে। রায়েরবাজার বধ্যভূমিতেও পৃথক কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। পাশাপাশি দেশের সব ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও নিজ নিজ কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন