ঢাকায় স্কিল ডেভেলপমেন্ট স্কাউট ডে ক্যাম্প, কয়েক'শ শিক্ষার্থীর অংশগ্রহণ
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্কাউটদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে স্কিল ডেভেলপমেন্ট স্কাউট ডে ক্যাম্প–২০২৫।
১৩ ডিসেম্বর (শনিবার) ডেমরা, যাত্রাবাড়ি, কদমতলী ও শ্যামপুর থানার আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটদের অংশগ্রহণে দিনব্যাপী এই ক্যাম্প আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয় ও কয়েক'শ স্কাউট শিক্ষার্থী অংশ নেয়।
“সবুজ পৃথিবী গড়বো, সেবার হাত বাড়াবো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস এলাকায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত নানা প্রশিক্ষণমূলক কার্যক্রমে অংশ নেয় স্কাউটরা।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাইট গ্রুপের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের সহ-সভাপতি মো. জামাল হোসেন ও মো. নজরুল ইসলাম ভূঞা, ক্যাম্প চিফ হিসেবে ছিলেন, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক কাজী এ বি এম ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন।
দিনব্যাপী ক্যাম্পের কার্যক্রম শুরু হয় সকাল ৬টা ৪৫ মিনিটে রিপোর্টিং ও রেজিস্ট্রেশনের মাধ্যমে। এরপর পতাকা উত্তোলন, সকালের নাস্তা এবং পর্যায়ক্রমে বিভিন্ন প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মধ্যে ছিল পাইওনিয়ারিং (গেরো ও ল্যাশিং), ফাস্ট এইড (প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ), ভূমিকম্প বিষয়ক বিশেষ প্রশিক্ষণ এবং অন্যান্য জীবনমুখী দক্ষতা উন্নয়নমূলক সেশন।
অভিজ্ঞ স্কাউট লিডার ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে এসব প্রশিক্ষণ গ্রহণ করে স্কাউটরা। এতে তারা দলগত কাজ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা এবং দুর্যোগ মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
আয়োজকরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে স্কাউটরা প্রাকৃতিক পরিবেশে বসবাস, দলগত সিদ্ধান্ত গ্রহণ, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সংকটকালে দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছে। এ ধরনের প্রশিক্ষণ স্কাউটদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে।
সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্কাউটদের মূল্যায়ন শেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও ডেমরা–যাত্রাবাড়ি–কদমতলী–শ্যামপুর থানার স্কাউটদের নিয়ে এ ধরনের বৃহৎ পরিসরের প্রশিক্ষণমূলক ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, স্কিল ডেভেলপমেন্ট স্কাউট ডে ক্যাম্প–২০২৫ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্কাউটদের ব্যক্তিজীবন ও জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্কিল ডেভেলপমেন্ট স্কাউট ডে ক্যাম্প–২০২৫ এর মিডিয়া পার্টনার ছিল- দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল 'এইমাত্র ডট কম'।
৩৬৪ বার পড়া হয়েছে
