সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
জাতীয়

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের জন্য হুমকি : প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সুপরিকল্পিত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের লক্ষ্যেই এ হামলা সংঘটিত হয়েছে। তবে কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে সরকার নতি স্বীকার করবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান জানান, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পাশাপাশি হামলায় জড়িতরা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সে জন্য সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার স্থান থেকে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত জোরদার করা হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারীদের নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করা হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং সন্দেহভাজন অপরাধীদের আশ্রয়স্থলে তল্লাশি চালানো হবে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে আইন, স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, জ্বালানি, স্থানীয় সরকার, সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন