মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়াহাট পৌরসদরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ উল্লাহ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত তাহমিদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীরের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কর্মী এবং নিরাপদ সড়ক চাই–মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়েছেন অনেকে।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, রাতে বারৈয়াহাট পৌর এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন তাহমিদ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ওসি আরও বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই পক্ষের পুরোনো বিরোধকে কেন্দ্র করে তারা পৌরসভার একটি চায়ের দোকানে বৈঠকে বসেছিল। সেখানে একজন জুনিয়রের সিনিয়রের সামনে পা তুলে বসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষে রূপ নেয়।'
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাহমিদকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পুরোনো বিবাদের জেরে এ সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৭৯ বার পড়া হয়েছে
