সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
রাজনীতি

ধর্মের ট্যাবলেট বিক্রি করে না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে মানুষকে মোহাচ্ছন্ন করে ভোটের অধিকার নষ্ট করার ষড়যন্ত্র চলছে।

তিনি অভিযোগ করেন, ‘ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু দুনিয়ায় তাদের কীভাবে বাঁচবে- সেই পরিকল্পনা তাদের নেই। তারা শুধু ট্যাবলেট বিক্রি করছে। তবে তাদের গন্তব্য কোথায়, তা জিজ্ঞেস করতে হবে।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা জনগণের ভোট চাই, আর তাদের জন্য কী করবো- তা জানানোর প্রস্তুতিও নিয়েছি। কারণ ধর্মের ট্যাবলেট দিয়ে রাজনীতি বি.এন.পি করে না।’ তিনি তরুণদের জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু স্লোগান দিয়ে আন্দোলন টেকসই হবে না। জ্ঞান ও দক্ষতায় অন্যদের ছাড়িয়ে যেতে হবে।’

বিএনপির অতীত কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রম চালু করে নিরক্ষরতা দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখেন, যা পরে এরশাদ সরকার বন্ধ করে দেয়। খালেদা জিয়া চালু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা ও মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষানীতি, যা অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গণতন্ত্রের প্রশ্নে তিনি বলেন, ‘১৯৭৫ সালে মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন জিয়াউর রহমান। খালেদা জিয়াও আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থার জন্ম দিয়েছেন।’ এসব বিষয়ে জনগণকে অবহিত করার তাগিদ দেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশে বসে কেউ কেউ দেশের স্বার্থবিরোধীভাবে লেখালেখি করছেন। সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে যুক্তিযুক্ত পাল্টা বক্তব্য দেওয়ার পরামর্শ দেন ছাত্রদলকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানা গেছে, এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল নেতারাও এতে অংশ নেবেন।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন