বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
তিন দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ” শেষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এর সমাপনী অনুষ্ঠান।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), মোবাইল জার্নালিজম, এআই-এর ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিকতা ও নিরাপত্তা—এ সব বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পিআইবির সিনিয়র অস্থায়ী প্রশিক্ষক গোলাম মুর্শেদ, প্রশিক্ষক মো. শাহ আলম, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের মান উন্নত করতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকতাকে আরও গতিশীল, নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, মোবাইল রিপোর্টিং, কনটেন্ট তৈরি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের পেশাগত কাজে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
১৯০ বার পড়া হয়েছে
