সারাদেশ
ঢাকার ধামরাই উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা জেলা কমিটি।
ধামরাইয়ে জাতীয়তাবাদী সাইবার দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
মোঃ রাসেল হোসেন, ধামরাই
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা জেলা কমিটি।
নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
গত ১৫ নভেম্বর, শনিবার, ধামরাই উপজেলা দলের প্যাডে এই কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা সাইবার দলের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম।
নবনির্বাচিত উপজেলা সভাপতি আল আমিন বলেন, 'দীর্ঘ ১৭ বছর ধরে দলের প্রতি আমার অবিচল সমর্থন ছিল। দলের পাশে থাকায় আমাকে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতেও দলের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।' তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন এবং ধামরাইয়ে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার চেষ্টা করবেন।
২৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
