কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা সাহিত্যে বিশিষ্ট অবদান রাখা জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবসকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করে ঝিনাইদহ জেলা প্রশাসন ও কবি গোলাম মোস্তফা একাডেমি।
স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, যুগ্ম সচিব (সদস, রাউজক) মো. গিয়াস উদ্দিন এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এ বছরই প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে। কবির জন্ম ও মৃত্যুর নথিভুক্ত সুনির্দিষ্ট তারিখ না থাকায় প্রতীকী তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় কবির জনপ্রিয় কবিতা আবৃত্তি করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২৬৯ বার পড়া হয়েছে
