খাগড়াছড়িতে এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালিত
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা জেএসএস), ইউপিডিএফ গণতান্ত্রিক, পিসিপি, সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠন সোমবার (১০ নভেম্বর ২০২৫) মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-কে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভার আয়োজন করেছে।
সকালে সূর্যশিখা ক্লাব থেকে প্রভাতফেরি শুরু করে চেঙ্গী স্কয়ারে এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এমএন লারমা ছিলেন জুম্ম জাতির মুক্তির অগ্রদূত এবং পার্বত্য চট্টগ্রামের শান্তির স্বপ্নদ্রষ্টা। তিনি মানুষের সংঘাত নিরসনের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন, তবে ষড়যন্ত্রকারী বিবেদপন্থীদের হাতে নির্মমভাবে নিহত হন। এতে করে জুম্ম জনগোষ্ঠী দীর্ঘ সময় মুক্তির পথে বাধার সম্মুখীন হয়।
স্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় উপদেষ্টা উদয় কিরণ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি, সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা, সাংগঠনিক সম্পাদক রাজ্যময় চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, পিসিপি কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক মায়া চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইউপিডিএফ, সুশীল সমাজ এবং খাগড়াছড়ি সরকারি কলেজ, মহিলা কলেজ ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এমএন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার পাশাপাশি সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচিও পালন করা হয়। খাগড়াছড়ি ছাড়াও মাটিরাঙা, মহালছড়ি, পানছড়িসহ অন্যান্য উপজেলায় অনুষ্ঠানটি পালিত হয়েছে।
৩০৯ বার পড়া হয়েছে
