সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি-বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন একুশে টিভির শফিকুল ইসলাম
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সন্তান শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে শফিকুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যেই সাংবাদিকতা পেশায় এসেছি। এই সম্মাননা আমার আগামী দিনের অনুপ্রেরণা হবে। অপসংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতি চর্চা ও প্রচারে মূলধারার গণমাধ্যমকে আরও ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আ খ ম হাসান ও শামীম জামান, নাট্য নির্মাতা রাজীব মনি দাস, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অপুসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, শফিকুল ইসলাম একুশে টেলিভিশনে যোগদানের আগে এশিয়ান টেলিভিশন, দৈনিক বরিশাল বার্তা, দৈনিক সোনালী খবর ও দৈনিক আজকের দর্পণসহ একাধিক জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
১৫৩ বার পড়া হয়েছে