চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় সমাবর্তন। আগামী ১ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
উপাচার্য বলেন, ‘আমরা চলতি বছরের ১ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে সমাবর্তন আয়োজনের প্রস্তাব পাঠিয়েছি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কার্যালয়ে। রাষ্ট্রপতির সম্মতি পেলেই আনুষ্ঠানিকতা শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিচ্ছেন না। তাই বিকল্পভাবে আমরা নোবেলজয়ী বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো গবেষককে সমাবর্তনের মূল বক্তা হিসেবে আনার চেষ্টা করছি।’
ড. ইসমাইল বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল ও স্মরণীয় সমাবর্তন উপহার দিতে চাই।’
এর আগে, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারিতে নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তন হয়েছিল ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দীর্ঘ ছয় বছর পর এবার আবার সমাবর্তন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নোবিপ্রবি। ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং ডিসেম্বরের শুরুতেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে