ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি যোগাযোগ দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ১২ অক্টোবর ২০২৫ তারিখে “Mastering English Communication Skills” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের মুট কোর্টে সকাল ১০:৩০টায় শুরু হওয়া এই কর্মশালায় ১০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম। তিনি বলেন, “Communication skill is key to success in global career.” এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আনিসর রহমান, যিনি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং CECD-এর পরিচালক ও ELCDIU-এর প্রধান উপদেষ্টা।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগাযোগ দক্ষতা উন্নয়ন। সকাল বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার শেষে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও প্রোভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
এই কর্মশালাটি Centre for Excellence & Career Development (CECD) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
১২৪ বার পড়া হয়েছে