সর্বশেষ


শিক্ষা

অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স বাংলাদেশ(ARLCB) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ ফ্যামিলি ডে -২০২৫ইং!

মোঃ ইব্রাহীম মাহমুদ -ঢাকা
মোঃ ইব্রাহীম মাহমুদ -ঢাকা

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গতকাল শুক্রবার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ ফ্যামিলি ডে উদযাপিত হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সম্মানিত পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

চতুর্থ ফ্যামিলি ডে'র শ্রোতা মিলন মেলায় বাংলাদেশ বেতারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম), জনাব মোঃ বশির উদ্দিন, পরিচালক (ঢাকা কেন্দ্র), মোছাঃ তানিয়া নাজনীন, পরিচালক (বার্তা), জনাব গোপাল চন্দ্র দেব, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, জনাব কণিকা ভৌমিক, উপ বার্তা নিয়ন্ত্রক, জনাব মোঃ সবুজ মাহমুদ, প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রিজু ও বিশিষ্ট বেতার শ্রোতা আলো আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রহমতুল্লাহ সরকার।

জাতীয় চিড়িয়াখানা সংলগ্ন রেস্টুরেন্টে নাস্তার পর আগত অতিথিরা চিড়িয়াখানা ঘুরে দেখেন। এরপর চিড়িয়াখানার অভ্যন্তরে অবস্থিত অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। শ্রোতাদের মধ্যে আলোচনায় অংশ নেন রংপুরের আতাউর রহমান রনজু, ঢাকার মোঃ নাজমুল ইসলাম, এ কে এম শরিফুল ইসলাম, বগুড়ার আনোয়ার পারভেজ, নরসিংদীর এস টি তাইজুল ইসলাম, কিশোরগঞ্জের শরিফা আক্তার পান্না, শরিয়তপুরের সাইদুর রহমান সাফিন, জামালপুরের নুর এ মাহমুদা পরি, নারায়নগঞ্জের ওসমান গনি, নরসিংদির আবুল কালাম, সিলেটের চান মিয়া, চট্টগ্রামের আলী রেজা ও আনোয়ার সাদাত এবং ভারত থেকে আসা শ্রোতাবন্ধু ইয়ামিন হোসেন ও সাইদুল ইসলাম। এছাড়া শাদমান হোসেন অয়ন, তাহমিদুল আলম অরিন ও আফরিদা মেহজাবিন জেরিন শিশু শ্রোতাদের মধ্য থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল বলেন যে, ২০২০ সাল থেকে শ্রোতারা ফ্যামিলি ডে আয়োজন করে আসছে। আমি চেষ্টা করেছি তাদের সবগুলো অনুষ্ঠানে যোগ দিতে। আগের প্রজন্মের শ্রোতাদের সাথে নতুন প্রজন্মের শ্রোতাদের এই মিলনমেলা বেতারের সাথে নিবিড় বন্ধন গড়ে তুলতে সহায়তা করছে।

ঢাকা কেন্দ্রের পরিচালক জনাব মোঃ বশির উদ্দিন বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের মনোভাব জানার সুযোগ হলো। শ্রাবণমান বৃদ্ধি করতে নতুন নতুন ট্রান্সমিটার দরকার। কিন্তু বর্তমানে ট্রান্সমিটার কিনতে পাওয়া যায় না। আমাদের চেষ্টা থাকবে শ্রাবণ মানে বৃদ্ধি করার।

বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক জনাব আব্দুল হক বলেন, আধুনিক যুগের নতুন নতুন প্রযুক্তি শিশুদেরকে স্মার্ট করছে। বয়স্ক শ্রোতারা যেমন রেডিও শুনেন, তেমনি নতুন প্রজন্মের অনেকে রেডিও শুনেন। আমি নিজে অবসর নিলেও বেতারের সাথে আছি, বেতারের সাথেই থাকবো।

পরিচালক (বার্তা) জনাব তানিয়া নাজনীন বলেন, ফ্যামিলি ডে'র কনসেপ্টটা সত্যিই অতুলনীয়। নতুন প্রজন্মের অনেকেই বেতার সম্পর্কে জানেননা, এই অনুষ্ঠান সে সুযোগ করে দিচ্ছে। তাই ফ্যামিলি ডে আয়োজকদের ধন্যবাদ জানাই।

আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক জনাব গোপাল চন্দ্র দেব বলেন, শ্রোতারা অনুষ্ঠানের ভুলত্রুটিগুলো তুলে ধরায় অনুষ্ঠানের মান উন্নয়ন সম্ভব হয়। তাই আপনারা অনুষ্ঠানের বিষয়ে গঠনমূলক সমালোচনা করবেন।

উপ বার্তা নিয়ন্ত্রক জনাব কণিকা ভৌমিক বলেন, বেতারের শ্রোতারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনে থাকেন। তবে সবাইকে খবরও শুনতে হবে। বাংলাদেশ বেতার দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রচার করে থাকে।

দুপুরের নামাজ ও লাঞ্চের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথমেই ছিল শিশু ও কিশোর-কিশোরী শ্রোতাদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। এতে উপস্থিত ২৪ জন শিশু ও কিশোর কিশোরী অংশগ্রহণ করে।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক প্যানেলের রায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন পর্যায়ক্রমে আফরিদা মেহজাবিন জেরিন, রিজওয়ানা রিদা ও হাফসা আক্তার মারিয়া। এরপর উপস্থিত সকল মহিলা শ্রোতা ও নারী শিশু শ্রোতাদেরকে উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা। এতে বিগত বছরের আয়ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মনজুরুল আলম রিপন।

অতঃপর ২০২৬ ও ২০২৭ সালের জন্য সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত কার্যকরী কমিটি গঠন করা হয়। উপদেষ্টা: মোহাম্মদ আবদুল্লাহ, আশিক ইকবাল টোকন, শাহাজালাল হাজারী, সাইফুল ইসলাম শান্ত, মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সভাপতি: মোঃ শাহাদত হোসেন, সহ সভাপতি: প্রকৌশলী মোঃ মন্জুরুল আলম রিপন, সেক্রেটারী: মোঃ সোহেল রানা হৃদয়, সহঃ সেক্রেটারী: সাজ্জাদ হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক: মোঃ চাঁন মিয়া,সহঃ সাংগঠনিক সম্পাদক: এটিএম আতাউর রহমান রঞ্জু, অর্থ সম্পাদক: মোঃ নাজমুল হোসেন, সহঃ অর্থ সম্পাদক: এসটি তাইজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ রওশন আরা লাবনী, সহঃ মহিলা বিষয়ক সম্পাদক: ফাহিমা সুলতানা, প্রচার সম্পাদক: আনোয়ার পারভেজ, সহঃ প্রচার সম্পাদক: এম জুলফিকার আলী ভূট্টো, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: আলী রেজা, সহঃ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম রানা, কিডস্ সেক্রেটারী: শাইরা হোসেন ম, কিডস্ সহঃ সেক্রেটারী: মোঃ তাহমিদুল আলম অরিন।

কার্যকরী সদস্য: মোহাম্ম্মদ জহুরুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ ওসমান গনি, আবুল কালাম, আলমগীর হোসেন শিশির, মোঃ আয়নাল হক, মেহেদী হাসান মামুন, মোঃ ইব্রাহিম মাহমুদ, মোহাইমিনুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবু হায়াত কামাল মুরাদ ও রহমতুল্লাহ সরকার।

অত্যন্ত জাকজমকপূর্ণ ফ্যামিলি ডে শীর্ষক শ্রোতা মিলন মেলায় প্রায় ৭৫ জন শ্রোতা ও অতিথি উপস্থিত ছিলেন। তারা হলেন সায়েদ মোস্তফা কামাল, মোছাঃ তানিয়া নাজনীন, মোঃ আব্দুল হক, মোঃ বশির উদ্দিন, গোপাল চন্দ্র দেব, কনিকা ভৌমিক, এম সবুজ মাহমুদ, নূর-ই-মাহমুদা পরী, আরিবা শামস, রাজর্ষি নারায়ণ বসু, রুদ্র শেখর বসু, এম আলম, একেএম শফিকুল ইসলাম, মোঃ শাহাদত হোসেন, প্রকৌশলী মোঃ মন্জুরুল আলম রিপন, সাজ্জাদ হোসেন রিজু, মোঃ নাজমুল হোসেন, এটিএম আতাউর রহমান রঞ্জু, মোঃ চাঁন মিয়া, আনোয়ার পারভেজ, মোঃ ওসমান গনি, এম জামাল আহমেদ সুবণ, আমিনুল ইসলাম রানা, এসটি তাইজুল ইসলাম, ফারুক আহমেদ, আবুল কালাম, মোঃ আয়নাল হক, মোঃ সাইদুল ইসলাম, আলী রেজা, মোঃ আবু হায়াত কামাল মুরাদ, মোহাইমিনুর রহমান, মোঃ ইব্রাহিম মাহমুদ, রহমতুল্লাহ সরকার, মোঃ আবুল কাশেম, তারিফ হাসান, খন্দকার এরফান আলী বিপ্লব, মোঃ আনোয়ার সাদাত চৌধুরী, মোঃ জাকিরুল সরকার, মোঃ দবির হোসেন, মোঃ ফাহাদ আলম, মোঃ আব্দুল্লাহ, ইয়ামিন হোসেন, শহিদুল ইসলাম, শরিফা আক্তার পান্না, আরিফা আলম দোলন, ফাহিমা সুলতানা, নাদিয়া সুলতানা, মিসেস নাসিমা আক্তার, সোনিয়া ইসলাম, আফরোজা খাতুন, আলো আহমেদ, শারমিন আক্তার, মিতু আক্তার, শাদমান হোসেন অয়ন, মোঃ তাহমিদুল আলম অরিন, মাহতাব হোসেন মিনহাজ, মোঃ আব্দুল্লাহ, আদর আহমেদ সুখ, জুবায়ের ইসলাম ফারদিন, আফিফ আল রায়য়ান, আফ্রিদা মেহজাবিন জেরিন, রিজওয়না রিদা, রায়হানা রাকিকা, রেহনুমা রোশনি, হাফসা আক্তার মারিয়া, মিম আক্তার, ফারহানা তাশমিয়া নুসাইবা, ও উম্মে তাসনোভা তন্নি।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন