পিরোজপুর 
মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর ৭টার দিকে ৫নং ওয়ার্ডের ফুলঝুড়ি হাজি বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী মোঃ শাহরিয়ার সানজিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব আছাদুল হক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের রূপরেখা। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ছাত্রদল ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৪৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর