সর্বশেষ


পিরোজপুর

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের রায় পরিবর্তন: জেপি প্রার্থী মাহিবুল হোসেন এখন মেয়র

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন ঘটেছে। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বাতিল হয়েছে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষিত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদের প্রার্থিতা। একইসঙ্গে জাতীয় পার্টি (জেপি) মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেনকে বৈধ বিজয়ী ও নবনির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী ট্রাইব্যুনাল, পিরোজপুরে দায়েরকৃত মামলা নং ০১/২০২৩ এর প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই রায় ঘোষণা করা হয়। রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২৩ সালের ৩০ জুলাই প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় (পৃষ্ঠা নং ১০২২৭) প্রকাশিত ফলাফল সংশোধন করেছে।

ফলে এখন থেকে ভান্ডারিয়া পৌরসভার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে বিবেচিত হবেন জেপি নেতা মো. মাহিবুল হোসেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ভান্ডারিয়া পৌরসভা গঠিত হলেও প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৭ জুলাই। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফাইজুর রশিদ খচরু নৌকা প্রতীকে ৯,৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপি প্রার্থী মাহিবুল হোসেন সাইকেল প্রতীকে পান ৫,০৭১ ভোট।

তবে নির্বাচনের পরপরই অনিয়ম, পেশিশক্তি প্রয়োগ, অবৈধ অর্থ লেনদেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মাহিবুল হোসেন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি স্থানীয় আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এবং তার ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধেও সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করেন।

দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর আদালত ফাইজুর রশিদের প্রার্থিতা বাতিল করে এবং মাহিবুল হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন।

এই রায়ের মাধ্যমে ভান্ডারিয়া পৌরসভায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন