বাংলাদেশ আমজনগণ পার্টির পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ আমজনগণ পার্টির পিরোজপুর জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত পিরোজপুর জেলা কমিটিতে সোলায়মান সুমন আহ্বায়ক এবং রফিকুল ইসলাম জুয়েল সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
নবনিযুক্ত আহ্বায়ক সোলায়মান সুমন ও সদস্য সচিব রফিকুল ইসলাম জুয়েল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা দলের কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন, সদস্য সচিব ফাতিমা তাসনিম, মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ ও বরিশাল বিভাগের সংগঠক মহিবুল আহসান খোকনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ‘‘এসো একসাথে মোরা দেশ গড়ি’’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে পিরোজপুর জেলা আমজনগণ পার্টি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।’
এ ছাড়া ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- লোকমান হোসেন, ইলিয়াস কাজী, সবুজ শেখ, সারমিন জাহান, মানছুরা, সোহাগ তালুকদার, লাকী আক্তার, মাসুম বিল্লাহ, আব্দুল কাদের, মিজানুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, শাহীন, কবির হোসেন, সাইদুল ইসলাম, নুরুল আমিন শেখ, মমতাজ বেগম, মিল্টন মিস্ত্রী, আনোয়ার হক, নুর নাহার, রাফিউ ইসলাম, রাসেল, আসিফ ইকবাল সোহেল, রোখসানা, জাকির হোসেন, সানোয়ার, নবিউল ইসলাম, মহসিন, মুহাম্মদ মুহিবুল্লাহ, জুয়েল, আলতাফ হোসেন, জুয়েল তালুকদার, জুবায়ের, মশিউর রহমান, আব্দুল্লাহ আল নাঈম, আবুল কালাম হাওলাদার, জালিস মাহমুদ, শামীম হাওলাদার, আসিফ ইকবাল, স্বপন বাহাদুর, জাকারিয়া মাহমুদ, মামুন, সোহাগ এবং এস আর রাজু।
২০৩ বার পড়া হয়েছে