নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পশ্চিমপাড়ার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির হলরুমে এবং পরে বিকেল ৩টার পর স্বরূপকাঠী পৌরসভার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।”
ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে ডায়াবেটিস, চর্মরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম সেতু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক মো. তারিকুল ইসলাম (সুমন), নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম (লিটু), আজাহারুল ইসলাম (টুটুল), মো. মনিরুল ইসলাম ও রাজিব রায়হান।
আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ পৌর বিএনপি সভাপতি কাজি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান, সদস্য সচিব মহাসিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব আল মামুন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার, কাউখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসান শিকদার ও কাউখালি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল হোসেন ইমরান।
৫২৪ বার পড়া হয়েছে