সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
রাজনীতি

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমার প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে: শেখ সাদী

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে এশিউর গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠান ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী। তিনি এসব সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

শেখ সাদী বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি করি। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে দলীয় মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ শুরু করার পর আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমার প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। মিথ্যা ঘটনা সামনে এনে অসৎ উদ্দেশ্যসাধনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও জানান, এশিউর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় অবস্থিত। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হয় ২০০৭ সালে। প্রথমে জমি কিনে খামার গড়ে তোলা হয় এবং পরবর্তীতে স্থানীয় জমি মালিকদের সম্মতিতে জমি ক্রয় করা হয়। অথচ এই বিষয়টি আমার নির্বাচনী এলাকায় অপপ্রচারের অংশ হয়ে উঠেছে। এমনকি নানা অপতথ্য মিডিয়ায় প্রকাশ করে এলাকায় বিনামূল্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

 

তিনি ডেরা রিসোর্ট নিয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, জবরদখল, কৃষিজমি বা সরকারি জমি দখলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সংবাদে বলা হয়েছে, কবরস্থানের জমি দখল করে হরিণের খামার করা হয়েছে। এটিও সম্পূর্ণ মিথ্যা। যদি কবরস্থান থাকত, আমি কখনোই জমি কিনতাম না।

 

শেখ সাদী জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সংক্রান্ত আইন ও ২০০৯ এবং ২০১৭ সালের বিধিমালা অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই হরিণের খামার স্থাপন করা হয়েছে, যা পর্যটকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে।

 

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শেখ সাদী বলেন, আমার জনপ্রিয়তা দেখে হিংসার বশবর্তী হয়ে এবং দলের ভেতরের কিছু অসৎ ব্যক্তি ও জাতীয়তাবাদী আদর্শবিরোধী নেতৃবৃন্দ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এসব করছে। আমি তাদের নেতিবাচক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোন লাভ নেই। অতীতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থা আমার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করলেও কোন অনিয়মের প্রমাণ মেলেনি। এমনকি আমাকে চরম হয়রানি ও নির্যাতনের উদ্দেশ্যে আটকেরও চেষ্টা চালিয়েছে তারা। আমি যদি কোন অনিয়ম করে থাকি, তাহলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।

 

শেখ সাদী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি চক্র আমার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এজেন্ট নিযুক্ত করে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারে উদ্ভুদ্ধ করছে এবং স্থানীয় লোকজনকে উসকে দিচ্ছে। তাই গণমাধ্যমের প্রতি অনুরোধ, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশে এগিয়ে আসুন।

৯৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন