পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে জামায়াতের শুভেচ্ছা
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।
এক বিবৃতিতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক জেলা বিএনপি'র নবগঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং অন্যান্য আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, এ কমিটি জেলার সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া পিরোজপুর-১ ও পিরোজপুর -২ আসনের -৩ আসনের জামায়াত মেনানীত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদী অধ্যাপক আব্দুল জলিল শরীফ এক বিবৃতিতে বলেন, নতুন কমিটি জেলার রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল
১৫৬ বার পড়া হয়েছে