জিয়ানগরে ১০৮ বছরের বীর মুক্তিযোদ্ধা নাজের আলি করলেন বিএনপির সদস্য ফরম নবায়ন
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১০৮ বছরের বীর মুক্তিযোদ্ধা নাজের আলি বিএনপির প্রাথমিক সদস্য ফরম নবায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাস্টার হাফিজ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল এবং সিনিয়র সহ-আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে। বিএনপির শক্তি হলো জনগণ। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার উল্লেখ করে বলেন—“জনগণ ও দেশের উন্নয়নের জন্য এ ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করে মানুষের দুঃখ-দুর্দশা দূর করবে।”
অনুষ্ঠানে নতুন সদস্য ও নবায়ন মিলিয়ে প্রায় ২৫০ জন সদস্য ফরম পূরণ করেন।
১৭৮ বার পড়া হয়েছে