সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাকে আরও এগিয়ে নিতে পিরোজপুরে অনুষ্ঠিত হলো সাহিত্যশৈলী পত্রিকার অষ্টম সংখ্যা (বর্ষা সংখ্যা) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে পিরোজপুরের স্কাউট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফম রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ এনায়েত কবির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান কবি ডা. এস দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিকবৃন্দ—শেখ হারুনর রশীদ, লোকমান হোসেন, সৈয়দ শামীম আহমেদ জালাল, মিহির কুমার রায়, কিরণ হালদার, রতন চক্রবর্তী, মতিউর রহমান, ইমাম হোসেন মাসুদ, সালমা ইসলাম কলি, মনোজ দেবনাথ, সনজয় কুমার রায়, এ কে এম মোস্তফা, দেলোয়ার হোসেন, ফাহিমা আক্তার, আলম তাজ ও আরিফুল ইসলাম প্রমুখ।
সাহিত্যশৈলীর বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যশৈলী পত্রিকার নিয়মিত প্রকাশনা ও সাহিত্য অঙ্গনে এর অবদানকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংখ্যার প্রত্যাশা ব্যক্ত করেন।
২২২ বার পড়া হয়েছে