সর্বশেষ


খেলাধুলা

শেষবারের মতো আর্জেন্টিনার ঘরের মাঠে মেসি

ফাহিম ইসলাম
ফাহিম ইসলাম

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম ৮৫ হাজার দর্শকের গ্যালারি ভরে উঠেছিল নীল-সাদা সমুদ্রের ঢেউয়ে। গ্যালারির প্রতিটি আসনে, প্রতিটি পতাকায়, প্রতিটি গানে একটাই নাম— লিওনেল মেসি। লিওনেল মেসির ক্যারিয়ারের আর্জেন্টিনার মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ । আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে । বাছাইপর্বের এই ম্যাচ যেন শুধু মেসির জন্যই ।

আজকের পর আরো কিছুদিন হয়তো ফুটবল খেলবেন তবে নিজের ঘরের মাঠে আর মেসির ফুটবল জাদু বোধহয় দেখা যাবে না।।

মেসির ক্যারিয়ার পূর্ন হয়ে গেছে। দর্শকদের দুহাত উজার করে দিয়েছেন। নান্দনিক ফুটবল হাসি-কান্নার স্মৃতি কি ছিলো না তার বর্ণিল ক্যারিয়ারে। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সব অর্জন যেন পূর্ণ করেন এই ফুটবল জাদুকর।

মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘আমি ওর সঙ্গে খেলেছি। শুধু বলটা ওকে পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ব্যাপার ছিল। বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই হৃদয়স্পর্শী এক অভিজ্ঞতা। সময় গড়ানোর সঙ্গে আমরা সবাই এর অর্থ আরও গভীরভাবে বুঝতে পারব। আগামীকাল দিনটা হবে সুন্দর আর আবেগময়। তবে আমার আশা আর্জেন্টিনায় এটাই ওর শেষ ম্যাচ হবে না। আমরা চেষ্টা করব যেন ও চাইলে আরেকটা ম্যাচ খেলতে পারে। কারণ, এটা ওর প্রাপ্য।’

ভেনেজুয়েলা বিপক্ষে সকাল সাড়ে পাঁচটায় মাঠে নামছে আর্জেন্টিনা। হেড টু হেডে এগিয়ে আর্জেন্টিনা

১৫ দেখায় ১০ জয় ৩ ড্র ২ দুবার জিতেছে ভেনেজুয়েলা।

২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সি চিরতরে তুলে রাখার ইঙ্গিতও পাওয়া গেছে লিও মেসির।

ফুটবল ফ্যানরা বলতেই পারে সবকিছুর জন্য ধন্যবাদ LM10 💙

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলাধুলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন