সর্বশেষ


বিনোদন

বিশ্বের সবচেয়ে বড় হৃৎপিণ্ড নীল তিমির

শাহারিয়ার মোস্তফা কিঞ্জল
শাহারিয়ার মোস্তফা কিঞ্জল

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রাণিজগতে হৃৎপিণ্ডের আকার প্রাণীর দেহের গঠন ও ওজনের ওপর নির্ভর করে। সেই হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির (Blue Whale) হৃৎপিণ্ডও আকারে সবচেয়ে বিশাল। প্রায় ২০০ কেজি ওজনের এই হৃৎপিণ্ড আকার ও ক্ষমতায় অনন্য।

২০১৪ সালে কানাডার নিউফাউন্ডল্যান্ড (Newfoundland) উপকূলে প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) দীর্ঘ একটি মৃত নীল তিমির দেহ থেকে হৃৎপিণ্ডটি আলাদা করা হয়। প্রায় ১০ জন লোকের সহায়তায় হৃৎপিণ্ডটি সংগ্রহ করা সম্ভব হয়। পরবর্তীতে এটি পচন রোধে ফরমালিন ব্যবহার করে সংরক্ষণ করা হয়। বর্তমানে এটি কানাডার রয়েল অন্টারিও মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, নীল তিমির হৃৎপিণ্ড প্রতি বিটে প্রায় ২২০ লিটার রক্ত পাম্প করে। তিমি যখন গভীর সমুদ্রে ডাইভ দেয়, তখন তার হার্টবিট কমে গিয়ে মাত্র ২ থেকে ১০ বার প্রতি মিনিটে হয়। আর পানির উপরে ওঠার সময় হার্টবিট বেড়ে ২৫ থেকে ৩৭ বার প্রতি মিনিটে পৌঁছায়।

স্থলে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী আফ্রিকান হাতির হৃৎপিণ্ডের ওজন যেখানে প্রায় ১৩.৫ কেজি, সেখানে নীল তিমির হৃৎপিণ্ডের ওজন ২০০ কেজি হওয়ায় এদের তুলনা বিশাল পার্থক্য তুলে ধরে। গবেষকরা জানিয়েছেন, নীল তিমির হৃৎপিণ্ডের প্রতিটি বিটের শব্দ এত জোরালো যে সেটি প্রায় দুই মাইল দূর থেকেও শনাক্ত করা যায়।

নীল তিমি দৈর্ঘ্যে প্রায় ১১০ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং বিশাল শরীর সচল রাখতে এত বড় হৃৎপিণ্ডের প্রয়োজন হয়। বর্তমানে পৃথিবীতে মাত্র ১০ হাজার থেকে ২৫ হাজার নীল তিমি টিকে আছে। তবে আশার কথা হলো, সংরক্ষণ প্রচেষ্টার কারণে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

নীল তিমির হৃৎপিণ্ড শুধু আকারেই সবচেয়ে বড় নয়, বরং এটি পৃথিবীর প্রাণবৈচিত্র্যের এক বিস্ময়কর নিদর্শন।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন