সর্বশেষ


পিরোজপুর

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে জেলা বিএনপি'র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল ‎

সাদী মোঃ হিমেল
সাদী মোঃ হিমেল

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে জেলা বিএনপি'র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

‎‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

‎‎এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

‎‎বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আবেগঘন হয়ে ওঠে।

আলোচনা সবার শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন