সর্বশেষ


পিরোজপুর

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাদী মোঃ হিমেল
সাদী মোঃ হিমেল

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের মতো পিরোজপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনের শহীদ পিরোজপুরের পাঁচ বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে তাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন।

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আহত ও নিহত পরিবারগুলোর বক্তব্যে উঠে আসে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের করুণ স্মৃতি, কিভাবে প্রিয়জনদের হারিয়েছেন তারা—সেসব বেদনার কথা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন