“যারা মরতে চায়, তাদের কেউ মারতে পারে না” — পিবিপ্রবি উপাচার্য
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালিত
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, “এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই যারা এই আন্দোলনে অংশ নেয়নি। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মৃত্যুকে উপেক্ষা করে রাস্তায় নেমেছিল। যারা মরতে চায়, তাদের কেউ মারতে পারে না।” তিনি আরও বলেন, “আন্দোলনে অন্তত ১,৪০০ ছাত্র-জনতা শহীদ হন। এমনকি সরকার পদত্যাগের দিনও মাত্র আধঘণ্টার ব্যবধানে ৫২ জনকে গুলি করে হত্যা করা হয়, যা বিবিসি বাংলার খবরে উঠে আসে।”
তিনি বলেন, “এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়া।” তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, “এই ঐতিহাসিক চেতনা আমাদের ধারণ করতে হবে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের রিফাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের মীম আক্তার, সিএসই বিভাগের মারুফ হোসেন এবং গণিত বিভাগের শাদাব হাসিন। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।” তারা আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি ও মঞ্চ নাটকের মাধ্যমে আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮০ বার পড়া হয়েছে