অবাক হয়ে লক্ষ্য করছি আওয়ামী লীগের পথ ধরে এখন কিছু লোক রাজাকার রাজাকার ব্যবসা শুরু করছে . . . মাসুদ সাঈদী
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, মাসুদ সাঈদী বলছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জেল জুলুম অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছিল । সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত দিনে বাংলাদেশকে একটি সংস্করমূলক রাষ্ট্র ও গঠন মূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিলো। যারা এখনো মনে করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের মিছিলে আসলে যাদের লিস্ট তোমার করছো তোমরা জেনে রাখো তোমাদের লিস্ট ও আমরা করছি। গত ১৭ বছর রাজাকার রাজাকার করতে করতে আমছালা হারিয়ে তারা এখন ভারতে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি আওয়ামী লীগের পথ ধরে এখন কিছু লোক এই রাজাকার রাজাকার ব্যবসা শুরু করছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি । ৫ ই আগস্ট স্মরণ করে মঙ্গলবার জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
মিছিলটি আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের নামে যে বিচার শুরু করেছিলো সম্পূর্ণ বিচার টা ছিলো একটা সাজানো নাটক। হাজারো খুনের অপরাধে অভিযুক্ত এই হাসিনা । তার কোন মাফ হতে পারে না । সরকারকে বলছি তাকে বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কিছু লোক গায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে। কিন্তু আমরা উত্তেজিত হবো না। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।
শেখ হাসিনা দ্বারা সংগঠিত হত্যা, গুম ও বিভিন্ন অপকর্মের কারণে
তার পতন ঘটে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে।
বাংলাদেশের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ দল মত নির্বিশেষে সকলের তীব্র আন্দোলনের মুখে হাসিনার সরকার গতবছর ৫ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়াত ইসলামী পিরোজপুর জেলা আমীর তোফাজ্জল হোসেনে ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১৪৫ বার পড়া হয়েছে