রাজনীতি 
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও ইউনিয়ন আহ্বায়ক এস. এম. রেজাউল কবীর এবং সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এম. আনোয়ারুল ইসলাম পলাশসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও তাদের দোসররা এখনো সক্রিয়। স্বাধীনতাকে রক্ষা ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর