পিরোজপুর 
পিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় ইসরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পিরোজপুরে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত
সাদী মোঃ হিমেল
রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় ইসরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত ঝাউতলার এলাকার বাহাদুর শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু ইসরাত বাড়ির পার্শ্ববর্তী খালে গোসল করে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসরাত কে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর কথা শুনেছি। এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর