পাড়েরহাট ৩-১ গোলে জয়ী, তরুণদের উৎসাহ দিতে অতিথিদের অঙ্গীকার
পিরোজপুরে পিজেএফএ কাপ (সিজন-১) ২০২৫ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত।
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে অনুষ্ঠিত হলো ‘পিরোজপুর জুনিয়র ফুটবল একাডেমি’ (P.J.F.A) কর্তৃক আয়োজিত “P.J.F.A CUP (Season-1)-2025” এর জমকালো ফাইনাল।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় পাড়েরহাট ফুটবল দল ও PGHS (Pirojpur Govt. High School) দল। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পাড়েরহাট ৩-১ গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
ফাইনাল ম্যাচ ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব নাজিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, এবং পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পারভীন আক্তার শিফটিং ইনচার্জ ডে সিফট ও শিক্ষকবৃন্দ, একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমদ।
প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিশোরদের সুস্থ ও সৃজনশীল রাখতে এমন আয়োজন আরও হওয়া দরকার। আমরা সবসময় পাশে আছি।"
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামান ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ, এবং সংগঠনের সদস্য তারেক, ইমরান, রাফিন, রাতুল, সাবিক, জনি, রবিন, মাহির ও ফোরকান।
তারা জানান, তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই একাডেমির মূল লক্ষ্য শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করে গড়ে তোলা, পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাগর,সেরা গোলরক্ষক হন পারেরহাট দলের তামিম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মাননা পান PGHS দলের ফোরকান।
এই ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে—এমনটাই প্রত্যাশা করেছেন অতিথিবৃন্দ ও আয়োজকরা।
১৫১ বার পড়া হয়েছে