শিক্ষা 
আজ Milestone School and College–এর প্রাথমিক শাখার উপর এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় একটি ফাইটার প্লেন বিধ্বস্ত হয়ে পড়ে। এতে স্কুল প্রাঙ্গণে উপস্থিত বহু শিশু, অভিভাবক ও শিক্ষক প্রাণ হারিয়েছেন।
আজকের দিনটি বাংলাদেশের জন্য এক অপূরণীয় শোকের দিন
ফাহিম খান, এইচএসসি পরীক্ষার্থী
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ Milestone School and College–এর প্রাথমিক শাখার উপর এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় একটি ফাইটার প্লেন বিধ্বস্ত হয়ে পড়ে। এতে স্কুল প্রাঙ্গণে উপস্থিত বহু শিশু, অভিভাবক ও শিক্ষক প্রাণ হারিয়েছেন।
এই ভয়াল ঘটনায় গোটা জাতি শোকাহত, স্তব্ধ।এই হৃদয়বিদারক ট্র্যাজেডির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা, চলমান এইচএসসি পরীক্ষার্থীরা, কালো কাপড় মাথায় বা হাতে বেঁধে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি—যা আমাদের প্রতীকী শোক ও শ্রদ্ধা নিবেদন।
আমরা বিশ্বাস করি, এই ছোট্ট উদ্যোগটি শহিদ শিশু, শিক্ষক ও অন্যান্য প্রাণহানির প্রতি ভালোবাসা ও সম্মানের বার্তা বহন করবে।
শান্তি পাক সকল শহিদ আত্মা।
আল্লাহ্ তাঁদের জান্নাত নসিব করুন। আমিন। 🤲
লিখেছেনঃ
ফাহিম খান
ব্যাচঃ ২৫
বিভাগঃ বিজ্ঞান
সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
১৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর