পিরোজপুর 
পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুরে কুরিয়ার সার্ভিসে অবৈধ পলিথিন ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা
সাদী মোঃ হিমেল
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন সোমবার দুপুরে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ জননী কুরিয়ার সার্ভিস নামক অফিসে যৌথ অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুরের জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ করা হয়। অবৈধ পলিথিন পাওয়ায় ওই অফিসের ম্যানেজার খালিদ হাসানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন।
২৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর