সর্বশেষ


বাংলাদেশ

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

হামলার পর গোপালগঞ্জ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যাতে এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পৌর পার্ক এবং লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, তখনই তাদের ওপর ইট-পাটকেল, ফাঁকা গুলি, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোড়া হয়। এর ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া, হামলাকারীরা সমাবেশস্থলের মঞ্চ এবং চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়, যা শহরের পরিবেশকে আরো উত্তপ্ত করে তোলে। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনী চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন