সর্বশেষ


পিরোজপুর

৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:


পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির পদে থেকে আওয়ামী লীগের পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলাআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, তিনি মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পরিচালনা কার্যক্রমে যুক্ত ছিলেন । এছাড়া তিনি সাবেক জেপি নেতা ও মহিউদ্দিন মহারাজ সমর্থিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ মনুর পক্ষে সরাসরি মাঠে প্রচারণা চালান।

এছাড়াও নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, এবং আওয়ামী লীগপন্থীদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ পাওয়া গেছে। তার এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক একাধিক নেতা।

স্থানীয় নেতারা এ বিষয়ে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন এবং নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় আদর্শ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন নেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা সৃষ্টি হতে পারে।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন