সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
জাতীয়

গতবারের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে : এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, চলতি অর্থবছরের রাজস্ব আদায় গতবারের তুলনায় বেশি হবে—এ বিষয়ে তারা নিশ্চিত।

তবে সম্প্রতি এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতায় কিছুটা ব্যাঘাত ঘটেছে বলেও তিনি স্বীকার করেছেন।

সোমবার (৩০ জুন) এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। ট্রেজারিতে জমা হওয়া টাকার হালনাগাদ চিত্র আগামীকাল পাওয়া যাবে। এছাড়া সরকারি প্রকল্পের ভ্যাট ও কর বাবদ বিল অ্যাডজাস্ট করতেও কিছুটা সময় লাগবে। পুরো হিসাব পেতে ২-৩ সপ্তাহ লেগে যাবে।"

চেয়ারম্যান আরও জানান, বর্তমানে রাজস্ব রিপোর্টিং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। আইবাস প্ল্যাটফর্ম ব্যবহার করে আদায়ের তথ্য প্রতিবেদন তৈরি হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে রাজস্ব সংগ্রহে ধাক্কা লেগেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, "আমরা আশা করছি আজকের (সোমবার) দিন শেষে বড় অঙ্কের রাজস্ব জমা হবে। সরকারি বিল অ্যাডজাস্ট করার পর আদায় গত বছরের চেয়ে বেশি হবে—এটা নিশ্চিত।"

তিনি জানান, সরকার জুলাই মাসে ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে, ফলে রাজস্ব সংগ্রহে আরও সক্রিয় হতে হবে। "আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে। জুলাইতেও রাজস্ব ড্রাইভ চলবে,"—বলেন তিনি।

চলমান অস্থিরতা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করতে হবে। অতীতে যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন কর্মকর্তারা, এবারও তেমনি প্রত্যাশা করছি।"

তিনি জানান, কাস্টমস হাউজসহ সব দপ্তরে এখন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আন্দোলন প্রত্যাহারের পর রবিবার বিকেল থেকেই সব জায়গায় কাজ শুরু হয়েছে।

আন্দোলন প্রত্যাহার
এর আগে রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, ভ্যাট বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপ চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক সপ্তাহ ধরে আন্দোলন চালায়। এর অংশ হিসেবে ‘মার্চ টু এনবিআর’ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে তারা।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন